আইএসএসবির মনোবিদদের সেশনে অংশ নেবেন ক্রিকেটাররা
সারা বছরই ব্যস্ত সময় পার করতে হয় ক্রিকেটারদের, টানা সূচিতে দম ফেলার উপায় নেই। ঘুরে বেড়াতে হয় দেশ থেকে বিদেশে। ম্যাচ অনুশীলন, স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি কাজ করতে হয় ফিটনেস নিয়ে। ফিটনেসের উন্নতির জন্য ২০০৭ সালে সিলেট সেনানিবাসে ক্রিকেটারদের বুট ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ বছর আগের সেই সামরিক প্রশিক্ষণে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। আরও একবার সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনায় বিসিবি। তবে এবার শারীরিক ফিটনেস নয়, মানসিক ফিটনেসের উন্নতির জন্য সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (আইএসএসবি) মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের কয়েকটি সেশন আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যে একটি সেশন করার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশন করা হবে। এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই পরিচালক শনিবার বলেন, 'প্রতিরক্ষা বাহিনীর আইএসএসবির সঙ্গে আমাদের ইতোমধ্যে কথা হয়েছে। বিস্তারিতভাবেই কথা বলেছি। চট্টগ্রাম টেস্ট শেষে ২০ মে একটা সেশন হওয়ার কথা ছিল, সব পরিকল্পনাও করা ছিল। কিন্তু প্রচণ্ড গরমে খেলে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়ে, রিকভারি করা জরুরি ছিল। এ কারণে সেশনটা হয়নি।'
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। এর আগে দুটি সেশন করার পরিকল্পনা বিসিবির। জালাল ইউনুস বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশন করানোর পরিকল্পনা আমাদের। দলের সবার সঙ্গে তারা (মনোবিদ) কথা বলবেন, দরকার হলে ব্যক্তিগত সেশনও করবেন। এই মুহূর্তে কয়েকজন ক্রিকেটার দেশের বাইরে, ঢাকার বাইরে আছে কয়েকজন। আইএসএসবির ওদের সঙ্গে কথা বলে সময় ঠিক করব। সব ক্রিকেটারই থাকবে।'
আইএসএসবির মনোবিদদেরকে ইতোমধ্যে ক্রিকেটারদের প্রোফাইল দেওয়া হয়েছে। তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বাংলাদেশের সব ক্রিকেটাকে চেনেন আইএসএসবির মনোবিদরা। ক্রিকেটারদের খুঁটিনাটি অনেক কিছুও জানেন তারা।
জালাল ইউনুস বলেন, 'অনেক ভালো ভালো সাইকোলজিস্ট আছে আইএসএসবির। বাছাই করার আগে ক্যাডেটদের মানসিকতা নিয়ে অনেক পড়াশোনা করেন তারা। এটা অনেক বিশদ ব্যাপার, খুব ভালোভাবে জানেন তারা। এ ছাড়া ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করেন তারা। প্রতিটি ক্রিকেটারকে তারা চেনেন, তাদের সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানেনও।'
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ড্র করলেও মিরপুরে চরম ব্যাটিং ব্যর্থতায় ১০ উইকেটের বড় হার মেনে নিতে হয় মুমিনুল হকের দলকে। মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সাকিব আল হাসান জানিয়েছিলেন, স্কিল বা শারীরিক ঘাটতির চেয়ে বাংলাদেশের ক্রিকেটারদের বড় সমস্যা মনস্তাত্ত্বিক। এবার সেটা নিয়েই কাজ করতে যাচ্ছে বিসিবি।