গাজীপুরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
গাজীপুরের সালনা এলাকায় একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, বাড়ির মালিক ইয়াকুব আলী মন্ডল (৪৫), তার স্ত্রী আকলিমা আক্তার (৩৫), ছেলে মোঃ স্বপন (১৯) ও বাড়ির মালিকের শ্বশুর নুরুল ইসলাম (৫৮) ।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ডে প্লাস্টিক সার্জারী ইউনিটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান।
তিনি বলেন, বিলম্বে খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছেন।