সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ নির্যাতিত নারী কর্মী
সৌদি আরবে বর্তমানে তিন লাখের বেশি বাংলাদেশী নারী কর্মরত আছেন যাদের অনেকেই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসছেন
সৌদি আরবে নিয়োগকারীদের নির্যাতনের শিকার হওয়া ৬৪ বাংলাদেশি নারী কর্মী সোমবার রাতে দেশে ফিরেছেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, নির্যাতনের শিকার হয়ে এসব নারী ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নিয়েছিলেন।
তাদের বহনকারী ইমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইট সোমবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বর্তমানে সৌদি আরবে তিন লাখের অধিক নারী কর্মরত আছেন। তাদের অনেকে নির্যাতন ও নির্মমতার শিকার হয়ে দেশে ফিরে আসছেন।