হজ পালনে যেসব প্রযুক্তি আনছে সৌদি সরকার
হজ করতে যাওয়া মুসলিমদের জন্য হজযাত্রা আরও সহজ ও সুগম করতে ২০২৯ সালে বিশেষ প্রযুক্তিগত সহায়তা নিয়ে আসছে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি তারা এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওটিতে দেখা যায়, ভ্রমণের আগে নিবন্ধিত হাজীদেরকে একটি ‘প্যাকেজ’ দেয়া হবে যেখানে থাকবে একটি ব্যাজ, একটি ইয়ারপিস, এবং একটি ইলেকট্রনিক ঘড়ি। হজ যাত্রার শুরু থেকেই হাজীদের এই তিনটি জিনিস সবসময় সাথে রাখতে হবে।
বিমানবন্দরে কাস্টমের ঝক্কি পোহানোর পরিবর্তে এই ব্যাজে দেখিয়ে একটি ই-প্রবেশদ্বারের মাধ্যমে সহজেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে পারবেন হাজীরা। এছাড়াও এই ব্যাজের মাধ্যমে বিশেষ ট্রেনে ওঠা যাবে যা হাজীদের যেখানে যেখানে নামা প্রয়োজন ঠিক সেখানেই নামিয়ে দেবে। হজের সময় হাজীরা যেসব হোটেলে থাকবেন সেখানেও এই ব্যাজ দেখিয়ে ঝামেলাহীনভাবে প্রবেশ করতে পারবেন তারা।
ইয়ারপিস এবং ই-ওয়াচের মাধ্যমে হাজীরা যেকোন ভাষায় হজের সব প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। কখন নামাজ পড়তে হবে বা কখন তাওয়াফসহ হজের অন্যান্য নিয়মকানুন পালন করতে হবে তা ইয়ারপিস ও ই-ওয়াচ নোটিফিকেশনের মাধ্যমে হাজীদের জানিয়ে দেবে।
এই উপকরণগুলো হাজীদের মোবাইল ফোনের সাথে যুক্ত থাকবে। সেখানে একটি ট্র্যাকিং ডিভাইস থাকবে যাতে পরিবারের সদস্যরা কেউ হজের ভীড়ে হারিয়ে গেলেও খুব সহজে তাদের অবস্থান জানা যায় এবং খুঁজে বের করা যায়।
হাজীদের কানের সাথে যুক্ত থাকা ইয়ারপিসটি নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় নিয়ন্ত্রণকক্ষের সাথে যুক্ত থাকবে। সেখানে দায়িত্বরত গাইডরা ইয়ারপিসের মাধ্যমে হাজীদের নানান তথ্য দেবেন।