‘জঙ্গি সংশ্লিষ্টতায়’ পরিবারসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাথে সংশ্লিষ্টতার সন্দেহে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ তার পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুরএলাকায় শনিবার দিবাগত রাতে চালানো এই অভিযান পরিচালনা করে পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট।
অভিযানে আটককৃতরা হলেন, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, তার দুই ছেলে কিবরিয়া ও আহমেদ আলী এবং জাকারিয়ার স্ত্রী ও কন্যা।
পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের সুপারিন্টেডেন্ট মোহাম্মদ সোলাইমান বলেন, “খবর পেয়ে অ্যান্টি-টেরোরিজম ইউনিট শুক্রবার মধ্যরাতে মিরপুরের একটি ছয়তলা বাড়ির চার তলায় অভিযান চালায় এবং তাদের আটক করে।”
পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, এই পরিবারটি দীর্ঘদিন ‘জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়িত’ ছিল।
তিনি বলেন, অভিযানে জাকারিয়া আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পুলিশের তিনজন সদস্যও এই অভিযানে আহত হয়েছে।