ছবির গল্প: ইভ আর্নল্ডের ক্যামেরায় অদেখা মনরো ও অন্যান্য মুখ
প্রখ্যাত আমেরিকান ফটোসাংবাদিক ইভ আর্নল্ডের তোলা অসংখ্য ছবি থেকে বাছাইকৃত ১৫টি নিয়ে এক সেট পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে রয়েছে অকালপ্রয়াত হলিউড তারকা মেরিলিন মনরোর দুটি অদেখা বা আগে না দেখা ছবিও।
ছবি দুটি ১৯৬১ সালের চলচ্চিত্র 'দ্য মিসফিটস'-এর সেটে তোলা।
ইভ আর্নল্ডের জন্ম ১৯১২ সালের ২১ এপ্রিল, যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ার ফিলাডেলফিয়ায়। ১৯৫১ সালে তিনি বিখ্যাত ম্যাগনাম ফটোজ এজেন্সিতে যোগ দেন। এই এজেন্সিতে যোগ দেওয়া প্রথম নারী তিনি। ১৯৫৭ সালে এজেন্সিটির একজন পূর্ণকালীন সদস্য হন ইভ।
২০১২ সালের ৪ জানুয়ারি ৯৯ বছর বয়সে তিনি মারা যান।
প্রিয় পাঠক, আসুন, ছবি থেকে পোস্টার হওয়া ইভের ১৫টি ছবি থেকে নির্বাচিত ৮টি দেখা যাক:
- সূত্র: দ্য গার্ডিয়ান