ছবির গল্প: পৃথিবীর সবচেয়ে সোনালি হোটেলের অন্দরমহল
ভেতরে ও বাইরে সোনালি সাজে সাজা পৃথিবীর সবচেয়ে সোনালি হোটেল 'দোলচে বাই ওইন্ডহাম হ্যানয় গোল্ডেন লেক' রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রয়েছে ভেতরে ও বাইরে সোনালি সাজে সাজা পৃথিবীর সবচেয়ে সোনালি হোটেল 'দোলচে বাই ওইন্ডহাম হ্যানয় গোল্ডেন লেক'।
ছবির সূত্র ধরে বিলাসবহুল এই পাঁচ-তারকা হোটেলের সোনালি রূপের খোঁজ জানা যাক:
- সূত্র: দ্য গার্ডিয়ান/ইপিএ