ছবির গল্প: ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’
'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ/ খুঁজিতে যাই না আর'- বহুকাল আগেই লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এরপর বয়ে গেছে বহু সময়। তবু বাংলার রূপ এখনো অপরূপ।
নানা রূপে নানা সাজে সেজে ওঠে আমাদের এই সবুজ বাংলা। এর ভেতরই বয়ে চলে আমাদের জীবন। প্রকৃতির রূপ-রস আর আমাদের জীবনযাপন একাকার হয়ে ওঠে।
তবু সেই চেনা জীবনের চেনা রূপের ছবি ক্যামেরাবন্দি হয়ে দেখলে অজান্তেই চমকে ওঠি আমরা। বিমোহিত হয়ে ওঠি।
বরিশালের তরুণ তানভীর এলিনের তোলা এমনই কিছু অপরূপ রূপের ছবি নিয়ে এ আয়োজন।
পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার তানভীরের নেশা ফটোগ্রাফিতে। ২০১৭ সাল থেকে তিনি ফটোগ্রাফি করছেন। ইতোমধ্যে অর্জন করেছেন বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক পুরস্কার।