ত্বকের সমস্যা শনাক্তে গুগলের নতুন অ্যাপ্লিকেশন
গুগল এবার এমন একটি টুল বা অ্যাপ্লিকেশন উন্মোচন করেছে যা রোগীদের ত্বক, চুল এবং নখের অবস্থা নির্ণয়ে সহায়তা করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই-আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ যন্ত্রের সাহায্যে রোগের বিভিন্ন দশা বোঝা যাবে।
টেক-জায়ান্ট গুগল তার বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এই 'ডার্মাটোলজি এসিস্ট টুল' বা চর্মরোগের সহায়তায় ব্যবহৃত যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন করে। এ বছরের শেষের দিকে এর ব্যবহার শুরু হতে পারে।
বিবিসির কাছে একজন ক্যান্সার বিশেষজ্ঞ মন্তব্য করেন যে, এআই প্রযুক্তি চিকিৎসকদের আরও উপযুক্ত এবং উন্নততর চিকিৎসা সেবা প্রদানের সুযোগ করে দেবে।
প্রযুক্তিটি ত্বকের ২৮৮ রকম পরিবর্তন শনাক্ত করার ক্ষমতা রাখে, তবে রোগ নির্ণয় এবং চিকিৎসার বিকল্প হিসেবে একে তৈরী করা হয় নি বলে গুগল নিশ্চিত করেছে।
অ্যাপ্লিকেশনটি তৈরী করতে সময় লেগেছে প্রায় তিন বছর; ৬৫ হাজার ছবির ডাটাসেট ব্যবহার করা হয়েছে এতে।
ছবির পাশাপাশি অ্যাপ্লিকেশনটিতে রোগীদের অনলাইনে কিছু ধারাবাহিক প্রশ্নের উত্তরও দিতে হবে। এসব ছবিতে বিভিন্ন পর্যায় এবং ধরনের চর্মরোগ স্থান পেয়েছে। তাছাড়া অনেকেই দেহের বিভিন্ন স্থানে দাগ-ছোপ, আঘাতের চিহ্ন নিয়ে চিন্তিত থাকেন, সেসব ছবিও আছে এই অ্যাপে। পাশাপাশি সব রঙ ও বর্ণের সুস্থ ত্বকের চিত্রও স্থান পেয়েছে ডাটাসেটে।
এর আগেও ক্যান্সার এবং যক্ষার লক্ষণগুলো চিহ্নিত করার জন্য গুগলের আরেকটি অ্যাপ্লিকেশন ছিল, নতুনটি অনেকটাই সেটির ওপর ভিত্তি করে নির্মিত।
এখন পর্যন্ত এসব অ্যাপ্লিকেশনের কোনোটিই মানব রোগ নির্ণয়ের বিকল্প হিসাবে অনুমোদিত নয়। এগুলো নিছক প্রাথমিক ধারণা দেবে যার ওপর ভিত্তি করে রোগী চিকিৎসকের শরণাপন্ন হবেন।
গুগল জানিয়েছে, প্রতি বছর ত্বক, চুল এবং নখের সমস্যার জন্য তাদের সাইটে ১০ বিলিয়ন সংখ্যক বার অনুসন্ধান করা হয়।
যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃক এখনো এই অ্যাপটি অনুমোদন পায়নি, তবে ব্রিটিশ ফার্ম অপটেলাম নির্মিত ফুসফুসের ক্যান্সার শনাক্তে সহায়ক অনুরূপ একটি মেশিন-লার্নিং মডেলকে এফডিএ অনুমোদন দিয়েছে।
ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের ক্যান্সার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক টিম আন্ডারউডের মতে, এই জাতীয় প্রযুক্তি রোগীদের অধিকতর উপযুক্ত চিকিৎসা দেওয়ার সম্ভাবনা রাখে।
তিনি বলেন, "ক্যান্সার হোক বা অন্য রোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ্লিকেশন রোগের সঠিক শনাক্তকরণ এবং চিকিৎসার নতুন দ্বার উন্মোচন করবে"।
চিকিৎসা বিজ্ঞানে এবারেই যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির ব্যবহার হচ্ছে তা নয় কিন্তু, তবে এবারের এই অ্যাপ্লিকেশন চিকিৎসকদের চাইতে সাধারণ মানুষের কাছে বেশি প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
গুগলের মতে, নিজে নিজে অসুখ সম্পর্কে খুঁজে কোন উপসংহারে আসার চাইতে এই প্রযুক্তির শরণাপন্ন হওয়া ঢের ভাল উপায়।
তাছাড়া ইন্টারনেট ভুল তথ্যেরও জোয়ার; অনেক সময় ভুক্তভোগী রোগীদের মাঝে ভয় ও উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে নানান বিভ্রান্তিকর তথ্য। নতুন এই প্রযুক্তির ক্ষেত্রে সেসব দিকে লক্ষ রাখা হচ্ছে বলে গুগল আশ্বস্ত করেছে।
- সূত্র- বিবিসি