লিওনার্দো দা ভিঞ্চির ১৪ জন বংশধরের সন্ধান দিয়েছেন গবেষকেরা
রেনেসাঁ যুগের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি; তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। কয়েক দশক গবেষণার পর জানা গেছে, এই প্রতিভাধর শিল্পীর বংশলতিকা বহন করে চলা ১৪ জন এখনো বেঁচে আছেন।
গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে 'হিউম্যান ইভোলিউশন' জার্নালে; একটি বৃক্ষ এবং তার চারটি শাখার প্রবাহমান প্রতীকি চিত্রের মাধ্যমে ২১টি প্রজন্ম চিহ্নিত করে দেখিয়েছেন গবেষকেরা।
গবেষণাটি করা হয়েছে 'লিওনার্দো দা ভিঞ্চি ডিএনএ প্রজেক্ট' এর অংশ হিসেবে যার লক্ষ্য জেনেটিক (জিনগত) অ্যাসোসিয়েশনের মাধ্যমে তার অসাধারণ প্রতিভা এবং প্রখর অন্তর্দৃষ্টিকে বুঝতে পারা।
এদিকে গবেষণার পেছনে থাকা গবেষকেরা লিখেছেন, এই গবেষণার ফলাফল একাডেমিকদের বৈজ্ঞানিকভাবে ভিঞ্চির প্রতিভার শিকড় অন্বেষণ করতে সাহায্য করবে, তার শারীরিক দক্ষতা, বাঁহাতি হওয়া, উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্ভাব্য অসুস্থতা বা দুর্বলতা ইত্যাদি বুঝতে সাহায্য করবে; ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হয়েছে বলে গবেষকেরা লেখেন। ভিঞ্চির অসাধারণ দর্শনকেও ব্যাখ্যা করতে সাহায্য করবে এই অনুসন্ধান।
গবেষকেরা প্রকাশ্য ও ব্যক্তিগত বিভিন্ন সংগ্রহশালা এবং সরাসরি ভিঞ্চির পরিবারের সদস্যদের কাছ থেকে ঐতিহাসিক নথি এবং তথ্য সংগ্রহ করেছেন।
গোপনীয়তা রক্ষার স্বার্থে এ গবেষণায় চিত্রশিল্পীর বর্তমান বংশধরদের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয় নি; তবে প্রকল্প গবেষক অ্যাগনেস সাবাতো এবং আলেসান্দ্রো ভেজ্জোসি সিএনএনকে বলেছেন যে, এদের বয়স ১ হতে শুরু করে একেবারে ৮৫ বছর পর্যন্ত।
ইমেইল বার্তায় তারা জানান, "একদম খুদে শিশু থেকে শুরু করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারীও আছেন সেখানে, এদের কেউ ব্যবসা করতেন, কেউ জরিপ পরিচালনা করেছেন। মোদ্দা কথা, এরা বিভিন্ন পেশায় ব্যাপৃত।"
"আমাদের জন্য, এরা প্রত্যেকেই অসাধারণ। তাদের বাস ইতালির তোসকানা অঞ্চলে। তবে গবেষণা অন্যান্য শাখায় এবং অন্যান্য দেশেও চলছে", যোগ করেন তারা।
যেহেতু লিওনার্দোর কোন সন্তান রয়েছে বলে জানা যায় নি, তাই সাবাতো এবং ভেজ্জোসি তাদের গবেষণার জন্য শিল্পীর পিতা এবং তার বংশধরদের উপর দৃষ্টি নিবদ্ধ করেন।
"আমাদের মূল প্রশ্ন ছিল: এটা কি সম্ভব যে লিওনার্দোর বাবা সের পিয়েরোর অসংখ্য পুত্রের বংশধর থেকে কোন জৈবিক (বায়োলজিক্যাল) উত্তরাধিকারী নেই?
আমরা সবসময় চেষ্টা করেছি ব্যক্তি লিওনার্দোর পাশাপাশি শিল্পী লিওনার্দোর গল্প উন্মোচন করতে, তার বিস্ময়কর প্রতিভার কারণ ব্যাখ্যা করতে। বিজ্ঞানের সহায়তায় আমরা এবার কিছু উত্তর খুঁজে পাব বলেই আশা করছি"।
ইতালীয় রেনেসাঁসের সবচেয়ে প্রতিভাবান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্ম ১৪৫২ সালে। 'মোনালিসা' এবং 'দ্য লাস্ট সাপার' এর জন্য জগতজোড়া বিখ্যাত হয়ে আছেন তিনি। ভিঞ্চির আঁকা মোনালিসাই সম্ভবত স্মরণকালের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম। ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ এ চিত্রকর্মটি দেখতে ভিড় করেন।
তবে লিওনার্দোকে শুধু চিত্রশিল্পী বললে ভুলই হবে। তিনি একাধারে বিজ্ঞান, গণিত, স্থাপত্য, নকশা, প্রকৌশল, ভূতত্ত্ব, কার্টোগ্রাফি, ভাস্কর্য এবং অঙ্কনে তার সময় ও শ্রম উৎসর্গ করেছিলেন।
এত বছর পরে এসেও তার শিল্পকর্ম সংগ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে চলেছে।
গত মাসের শুরুতে লিওনার্দোর আঁকা একটি ভালুকের ক্ষুদ্র স্কেচ ১২ মিলিয়ন ডলারেরও বেশি দামে বিক্রি হয়ে নিলামে নতুন রেকর্ড স্থাপন করে।
- সূত্র-সিএনএন