জিপিটি-৪-এর পাঁচ যুগান্তকারী ক্ষমতা, যা চ্যাটজিপিটি করতে পারে না
জিপিটি-৪ যেদিন পরীক্ষামূলকভাবে উন্মোচন করা হয়, সেদিন অনেকেই অবাক হয়ে যান এর সক্ষমতা দেখে। মামলা লেখা, স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষায় পাশ করা কিংবা হাতে আঁকা স্কেচ থেকে সম্পূর্ণ কার্যকর একটি ওয়েবসাইট বানিয়ে ফেলা, কী পারে না এটি!
ওপেনএআই তাদের ভাইরাল এআই চ্যাটবট চ্যাটজিপিটির আরও উন্নত সংস্করণ জিপিটি-৪ বের করার পর এর ক্ষমতা দেখে মনে হচ্ছে এটি আমাদের ইন্টারনেট ব্যবহারকেই পাল্টে দেবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন পেশাকে হুমকিতে ফেলা কিংবা শিক্ষার্থীদেরকে নকল করার সুযোগ বাড়িয়ে দেওয়ার মতো শঙ্কাও তৈরি করেছে এটি।
ওপেনএআইয়ের বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলের ওপরেই দাড়িএ আছে জিপিটি-৪, যেটি ব্যবহারকারীদের প্রোম্পটের ওপর ভিত্তি করে বিশাল পরিমাণ জটিল প্রত্যুত্তর তৈরি করবে। সাধারণ ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এটি ব্যবহারের জন্য, সেজন্য ওয়েটলিস্টে রেজিস্ট্রেশন করতে হবে।
তবে মাইক্রোসফটের এআই-চালিত বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে এর ছোঁয়া পাওয়া যাবে, পাওয়া যাবে ভাষা শেখার অ্যাপ ডুয়োলিঙ্গোর প্রিমিয়াম সংস্করণেও।
এছাড়া বেশ কিছু থার্ড-পার্টি অ্যাপেও এর সুবিধা যুক্ত করা হয়েছে। আগেই পরীক্ষামূলক অ্যাকসেস পাওয়া বেশ কয়েকজন ব্যবহারকারী তাদের জিপিটি-৪ ব্যবহারের অভিজ্ঞতা ইন্টারনেটে শেয়ার করেছেন। জেনে নেওয়া যাক জিপিটি-৪ চ্যাটজিপিটির চেয়ে কোন কোন দিকে এগিয়ে রয়েছে।
টেক্সট বিশ্লেষণের চেয়েও বেশি কিছু
কেবল টেক্সটই নয়, ছবিও বিশ্লেষণ করার সক্ষমতা রয়েছে জিপিটি-৪-এর। স্মার্টফোনে ভুল চার্জার নিয়ে এক কমিকস্ট্রিপ ইনপুট দিয়ে কেন এটি মজার বলে জিজ্ঞাসা করা হয় জিপিটি-৪ কে। এটিকে খুব সাধারণ মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য হাস্যরস ধরতে পারা বেশ জটিল এক কাজ।
আরেকটি পরীক্ষায় নিউ ইয়র্ক টাইমস একটি রেফ্রিজারেটরের ভেতরের ছবি দেখিয়ে বলে এর ভেতরে থাকা জিনিস দিয়ে খাবার কীভাবে তৈরি করা যাবে।
ছবির ফিচারটি এখনো উন্মুক্ত করা হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটি উন্মুক্ত করবে ওপেনএআই।
কোডিং এখন আরও সহজ
জিপিটি-৪ এর প্রাথমিক ব্যবহারকারীরা, যাদের কোডিংয়ের সামান্য অভিজ্ঞতা আছে, কিংবা একেবারেই নেই, তারাও জিপিটি-৪ এর নির্দেশনা অনুসরণ করে পং, টেটরিস এবং স্নেকের মতো গেম রিক্রিয়েট করেছে। অনেকেই আবার সম্পুর্ণ অরিজিনাল গেমও তৈরি করে ফেলেছে। ওপেনএআইয়ের মতে জিপিটি-৪ যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজে কোড লিখতে পারে।
গার্টনার রিসার্চ কোম্পানির এক বিশ্লেষক অরুন চন্দ্রশেকারানের মতে, "স্টোরিবোর্ডিং থেকে শুরু করে গেমের কন্টেন্ট, সবকিছুই তৈরি করা সম্ভব এই ক্ষমতাশালী জিপিটি-৪ এর সাহায্যে। এর ফলে ভবিষ্যতে স্বাধীন গেম ডেভেলপারদের উত্থান হবে। কেবল গেম ডিজাইনই নয়, জিপিটি-৪ এর এই মডেল ব্যবহার করে গেম প্রিভিউ, গেম নিয়ে সংবাদ কিংবা গেম নিয়ে অনলাইন ডিসকাশন বোর্ডও নিয়ন্ত্রণ করা সম্ভব, যেগুলো গেমের মার্কেটিংয়ে কাজে লাগানো হবে।"
গেমের মতো অন্যান্য অ্যাপ ডেভেলপের ক্ষেত্রেও জিপিটি-৪-কে কাজে লাগানো সম্ভব। টুইটারে জিপিটি-৪-এর একজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি কয়েক মিনিটের মধ্যেই একটি ছবি আঁকার অ্যাপ তৈরি করে ফেলেছেন।
আবার, আরেকজন ব্যবহারকারী এমন এক অ্যাপ বানিয়েছেন, যেটি প্রতিদিন ব্যবহারকারীকে নতুন ৫টি মুভি দেখার তালিকা দেখাবে, যার সাথে মুভিগুলোর ট্রেইলার এবং কোথায় সেটি দেখা যাবে, সেটিও দেখাবে।
এবিআই রিসার্চের বিশ্লেষক লিয়ান জিয়ে সু জানান, "কোডিং অনেকটা ড্রাইভিং শেখার মতো। একেবারেই বিগিনার যারা, তারা সামান্য কিছু নির্দেশনা পেলেই কোড করতে পারবে। এআই ভালো একটি শিক্ষক হতে পারে।"
পরীক্ষায় পাশ করা
যদিও ওপেনএআই দাবি করেছে জিপিটি-৪ মানুষের চেয়ে 'সামান্য কম' ক্ষমতাসম্পন্ন, তারপরেও বেশ কিছু অ্যাকাডেমিক এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষায় মানুষের মতোই পারফরম্যান্স করেছে এটি।
ওপেনএআইয়ের মতে, জিপিটি-৪ একটি আইনবিষয়ক পরীক্ষায় সর্বোচ্চ ১০% ফলাফল করা ব্যক্তিদের সমান ফল করেছে। এর বিপরীতে চ্যাটজিপিটি ছিল সবচেয়ে নিচে থাকা ১০%-এর সমান। এলস্যাট, জিআরই, স্যাটসহ অন্যান্য বেশ কিছু পরীক্ষাতেও চমৎকার ফলাফল জিপিটি-৪-এর।
জানুয়ারি মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্র্যাজুয়েট-লেভেল পরীক্ষায় পাশ করায় চ্যাটজিপিটি পত্রিকার শিরোনাম হয়েছিল, তবে খুব বেশি মার্কস পেয়েছিল এমন নয়। ওপেনএআই জানিএয়ছে তারা চ্যাটজিপিটির প্রোগ্রাম বেশ কয়েক মাস ধরে বিশ্লেষণ করে বটটির সক্ষমতা এবং নির্দিষ্ট টপিকের মধ্যেই বিশ্লেষণ ক্ষমতা আরও বাড়িয়েছে।
আরও সুনির্দিষ্ট উত্তর
ওপেনএআইয়ের মতে, চ্যাটজিপিটির তুলনায় জিপিটি-৪ আরও বড়, আরও বিস্তারিত এবং আরও নির্ভরযোগ্য উত্তর দিতে সক্ষম।
জিপিটি-৪ এখন ২৫ হাজার শব্দ পর্যন্ত উত্তর দিতে সক্ষম, যেটি এর আগে মাত্র ৪ হাজার শব্দ পর্যন্ত উত্তর দিতে পারতো। তাছাড়া পিরানহা মাছের অ্যাকুয়ারিয়াম কীভাবে পরিষ্কার করতে হবে থেকে শুরু করে কীভাবে স্ট্রবেরির ডিএনএ এক্সট্র্যাক্ট করতে হবে, এমন অদ্ভুত প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দিতেও সক্ষম এটি।
বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যকার সংযোগ
আইনি সহায়তা দেওয়া চ্যাটবট ডু নট পে-এর সিইও জোশুয়া ব্রোডার জানিয়েছেন তার কোম্পানি এখন জিপিটি-৪ ব্যবহার করে 'ওয়ান-ক্লিক ল-স্যুট' সুবিধা চালু করেছে, যেটি ব্যবহার করে রোবোটকলারদের বিরুদ্ধে মামলা করা সম্ভব। চ্যাটজিপিটি এটি না পারলেও জিপিটি-৪ খুবই চমৎকারভাবে এটি করতে পারে বলে জানিয়েছেন তিনি।
এবিআই রিসার্চের বিশ্লেষকের সুয়ের মতে, খুব শীঘ্রই হয়তো অন্যান্য এআই অ্যাপও জিপিটি-৪ ব্যবহার করে নতুন নতুন সুবিধা আনবে, যা এর আগে সম্ভব ছিল না।
জিপিটি-৪ নিয়ে আরও কাজ চলছে
নিজেদের এআই মডেলে অনেক উন্নতি ঘটালেও চ্যাটজিপিটিতে যে সীমাবদ্ধগুলো ছিল, সেগুলোর বেশ কয়েকটি জিপিটি-৪-এও রয়ে গিয়েছে। ওপেনএআই জানিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্তই তাদের ডেটা রয়েছে। এরপরের ঘটনা সম্পর্কে তাদের জানা নেই।
এছাড়াও এটি ব্যবহারকারীদের ইচ্ছাকৃত ভুল তথ্যের ওপর ভিত্তি করে ভুল উত্তরও দিতে পারে, যেটি ক্রসচেক করার সক্ষমতা এআইটির নেই।
গার্টনারের চন্দ্রশেকারানও জানান, "এই এআই মডেলগুলো এখনও নিখুঁত নয়। তারা সময়ে সময়ে ভুল উত্তর জেনারেট করতে পারে।"
ওপেনএআই জানিয়েছে জিপিটি-৪ ব্যবহারের সময়, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে খুবই সাবধানে ব্যবহার করা উচিৎ এটি। তাদের মতে, জিপিটি-৪-এর সবচেয়ে বড় উন্নতি হলো এর ছবি বিশ্লেষণ করার ক্ষমতা।
ওপেনএআই তাদের বিজ্ঞাপনে যে ডেমো দেখিয়েছে তারমধ্যে সবচেয়ে অবাক করা বিষয় ছিল হাতে আঁকা স্কেচ থেকে সম্পূর্ণ কার্যকর ওয়েবসাইট তৈরি। একজন ব্যবহারকারী তার হাতে আঁকা ছবি জিপিটি-৪-এ আপলোড করেই জিপিটি-৪-এর তৈরি কার্যকরী ওয়েবসাইটের কোড পেয়ে গিয়েছেন।
- সূত্র: সিএনএন