আবরার হত্যায় ইফতির দায় স্বীকার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইফতি মোশাররফ সকাল।
ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন।
বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সকাল বাংলাদেশ ছাত্রলীগ বুয়েট শাখার উপ সমাজসেবা সম্পাদক ছিলেন।
আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
এর আগে রিমান্ডে থাকা ইফতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার ছাত্রলীগের ৯ নেতা-কর্মীর সঙ্গে সকালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সোমবার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ পর্যালোচনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) রোববার দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার ভোরে হলের সিঁড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আবরার হত্যায় এ যাবত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।