আরও ৭০০ একর তিন-ফসলী জমি অধিগ্রহণের প্রতিবাদে সমাবেশ
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অঞ্চলে তিন-ফসলী জমি অধিগ্রহণের জন্য নোটিশ জারির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মিরসরাইয়ের দক্ষিণ মঘাদিয়া মৌজার প্রায় ৭০০ একর তিন-ফসলী কৃষি জমি অধিগ্রহণ ও হুকুম দখলের নোটিশ জারির প্রতিবাদে দক্ষিণ মঘাদিয়ায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভূমির মালিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ৩০ হাজার একর জমি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালের ২৪ জানুয়ারী মিরসরাই অর্থনৈতিক অ লের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি জমিতে শিল্প কারখানা না করার জন্য নির্দেশনা দেন। তার নির্দেশনাকে উপেক্ষা করে ২০১৮ সালের ৭ মার্চ দক্ষিণ মঘাদিয়া মৌজার ৭০০ একর আবাদী তিন ফসলী জমি বেড়িবাঁধের ভিতরে এল.এ কেস নং ১৩/২০১৭-২০১৮ ও ৯/২০১৮-২০১৯ অধিগ্রহণের নিমিত্তে ৪(১) ধারার নোটিশ জারি করা হয়।
পরবর্তীতে ২০১৮ সালের ২০ মার্চ ওই নোটিশের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা আপত্তি জানালে ২০১৯ সালের ৬ মার্চ শুনানী হয়। কিন্তু প্রধানমন্ত্রীর নিদের্শনা অমান্য করে আবারও ভূমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হচ্ছে ভূমি মালিকদের। তাই আমরা নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় মাইনুল হোসেন রোকনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর হোসেন, ভূমি মালিক সালেহ আহমদ, একরামুল হক, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।