ই-কমার্স নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আনোয়ারুল ইসলাম বাধন সোমবার এই রিটটি করেছেন।
দেশের ই-কমার্স ব্যবসাকে তদারকি করার জন্য একটি 'ই-কমার্স রেগুলেটরি অথরিটি' গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আনোয়ারুল ইসলাম বাধন সোমবার এই রিটটি করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ও ই-ক্যাবকে এই রিটে বিবাদী করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী।