এখনও বিশ্বের ১১তম দুর্বল স্থানে বাংলাদেশি পাসপোর্ট
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/07/06/passport.jpg)
বিশ্বে ১১তম দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭টি দেশ বা গন্তব্যের মাত্র ৪১টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
আজ মঙ্গলবার (৬ জুলাই) প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ এর তৃতীয় প্রান্তিকের সংস্করণ। এতে ১১৬টি স্থানের মধ্যে লেবানন ও সুদানের সঙ্গে ১০৬ তম স্থান লাভ করেছে বাংলাদেশি পাসপোর্ট।
এর আগে গত এপ্রিলে প্রকাশিত হেনলির দ্বিতীয় প্রান্তিকের পাসপোর্ট ইনডেক্সে ১১০টি স্থানের মধ্যে ১০০তম হয় আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি নাগরিক পরিচয়পত্রটি। তার আগে, প্রথম প্রান্তিকে ১০১ তম স্থানে ছিল এটি।
হেনলির সর্বশেষ সংস্করণে মোট ১৯৯টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কয়টি অঞ্চল ভ্রমণের সুবিধা পান- সেটি বিবেচনা করে পাসপোর্টের অবস্থান নির্ধারণ করা হয়েছে।
এতে পূর্ববর্তী প্রান্তিকের স্থান থেকে আরও ছয় ধাপ অবনতি দেখেছে বাংলাদেশ, একইসময় পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের গন্তব্য সংখ্যাও অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশিরা যে ৪১টি গন্তব্যে ভিসাহীন ভ্রমণ সুবিধা পান; তার মধ্যে ১১টি আফ্রিকা মহাদেশে, ১১টি ক্যারিবিয় অঞ্চলে, আর আর সাতটি ওশেনিয়া মহাদেশে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আগাম ভিসা ছাড়া ইউরোপিয় ইউনিয়নের কোন দেশে যাওয়া সম্ভব নয়। সে তুলনায় জাপানি পাসপোর্টধারীরা রেকর্ড পরিমাণ বা ১৯৩টি আন্তর্জাতিক গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান, এজন্যেই এ পাসপোর্টকে হেনলির ইনডেক্স তালিকায় প্রথম স্থানে রাখা হয়েছে।
এছাড়া, দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিঙ্গাপুরও, এই পাসপোর্টে ১৯২টি গন্তব্যে করা যায় ভিসাহীন ভ্রমণ। অন্যদিকে, ১৯১টি গন্তব্যে একই সুবিধার কারণে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেছে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট।
পাসপোর্ট সূচক তৈরির আইডিয়াটি সর্বপ্রথম দেন হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ড. ক্রিশ্চিয়ান এইচ ক্লেইন। সাম্প্রতিক প্রতিবেদনে তিনি বলেন, "মহামারির কারণে কতদিন আন্তর্জাতিক ভ্রমণে বিধিনিষেধ থাকবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে অন্তত ২০২১ সালের পুরো সময়জুড়ে বৈশ্বিক চলাচলে এ অচলাবস্থা মারাত্মক ব্যাঘাত ঘটাবে বলেই স্পষ্ট বোঝা যাচ্ছে।"