করোনায় পাসপোর্ট কার্যক্রম বন্ধ
করোনা সংক্রমণ ঠেকাতে পাসপোর্টের বায়োমেট্রিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে পাসপোর্ট অধিদফতর। ফলে সব ধরনের নতুন পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেল।
সোমবার সকালে পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে দু'জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার রাজধানীর টোলারবাগে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন।