করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আ জ ম নাছির
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়ে তাকে।
বিষয়টি নিশ্চিত করে জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, গত রোববার আ জ ম নাছির ঢাকা থেকে ফেরার পর শরীরে জ্বর আসে। করোনার উপসর্গ থাকায় চিকিৎসা ও আইসোলেশন সুবিধা পেতে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপক ডা. রেজাউল করিম বলেন, ভর্তি হওয়ার পর দুপুর ১২ টার দিকে আ জ ম নাছির উদ্দিনের করোনা টেস্ট করা হয়েছে। সন্ধ্যার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। তাকে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে অবজারবেশনে রাখা হয়েছে। শারীরিকভাবে তিনি ভালো আছেন।