করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানা আবারও বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া সাত মাস পর আবারও চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বিনোদন কেন্দ্রগুলোতে বিপুল লোক সমাগমের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। এ নির্দেশনার আলোকে বর্ণিত সময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে।"
দেশে মহামারী করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে গত বছরের ১৯ মার্চ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানাসহ সব বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
পরে ১৯ আগস্ট চট্টগ্রাম জেলা করোনাভাইরাস বিষয়ক সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়। দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ ১৫টি নির্দেশনা দিয়ে বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয়।