কোভিড-১৯ শনাক্তের সংখ্যা আবারও বাড়ছে, আরও ১১ মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬০৮।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬৫ জনের শরীরে। আগের ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা ১৪৬ বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬২ হাজার ৭৫২।
বুধবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, একদিনে নমুনা পরীক্ষার হিসেবে এই সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৫ লাখ ৬২ হাজার ৭৫২
মারা গেছেন: ৮ হাজার ৬০৮ জন
মোট সুস্থ: ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন
মোট নমুনা পরীক্ষা: ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি