চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙ্গর করা জাহাজে আছড়ে পড়লো লাইটার জাহাজ
চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙ্গর করা তিভিশা (TVISHA) নামের একটি জেনারেল কার্গোবাহী বড় জাহাজের উপর আছড়ে পড়েছে লাইটার জাহাজ এমভি সেভেন সী'স ১। শনিবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর জেটিতে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, চালবাহী তিভিশা জাহাজের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে পানির উপরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজের ভেতরে পানি প্রবেশের আশংকা নেই।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, দুর্ঘটনায় তিভিশা জাহাজের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আজ ( রবিবার) নির্ধারণ করা হবে। এই ঘটনায় সেভেস সী'স জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।