চীন ফেরত শিক্ষার্থীকে রংপুর থেকে ঢাকায় স্থানান্তর
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আলামিন (২৪) নামে আরও এক চীন ফেরত শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সময়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১টার দিকে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
রমেক আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির দ্য বিজনেস স্টান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ১২টার দিকে আলামিনকে রমেক হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। রোববার সকাল ৭টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন।
বাড়িতে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেছেন। পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন চীন ফেরত আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম রক্ত এবং লালার নমুনা আইইডিসিআরের ল্যাব টেকনিশিয়ান নিয়ে গেছেন। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।