জেলাওয়ারি লকডাউনের সিদ্ধান্ত আসছে..
সরকারের কাছে চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি আরো সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য-বিষয়ক কমিটি। আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা, নাটোর, নওগাঁ, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, যশোরে লকডাউন চায় কমিটি। গতকাল শনিবার সন্ধ্যায় এক মিটিংয়ে এ সুপারিশ করে কমিটি।
এই জেলাগুলোতে সংক্রমণ বেশি হওয়ায় লকডাউনের সুপারিশ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে সাত জন রোগীর দেহে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে প্রাথমিকভাবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
পরবর্তী সময়ে ১১ এপ্রিল ও ১৪ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। চতুর্থ ও পঞ্চম দফায় ২৫ এপ্রিল ও ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। ষষ্ঠ দফায় ৭ মে থেকে ১৬ মে পর্যন্ত লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হয়।