টঙ্গীতে কারখানা খোলা রাখায় ৭০ হাজার টাকা জরিমানা
দেশজুড়ে চলমান লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে গাজীপুরের টঙ্গীর একটি কারখানা খোলা রাখায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্লাস্টিক পণ্য তৈরির কারখানাটি টঙ্গীর টি টিএন্ড টি বাজার এলাকার আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের কারখানা।
বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে ওই কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি অভিযান পরিচালনা করেন । এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানা চালু রাখায় দায়ে কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।
এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কারখানাটি চালু রেখেছিল কর্তৃপক্ষ। কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে গতকাল শুক্রবার সকাল থেকে ১৪ দিনের কঠোর লকডাউন জারি করা হয়।
৮ দিন শিথিল থাকার পর ঈদুল আজহার একদিন পর থেকেই আবারও কঠোর লকডাউন জারি করেছে সরকার।
এ সময় আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যতীত এবারের সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা।
এছাড়া, সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব শপিংমল এবং মার্কেটও।