ঢাকায় ৬ বাসে দুর্বৃত্তের আগুন
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে ছয়টি বাসে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশের সন্দেহ, ওই উপনির্বাচন ব্যাহত করার প্রচেষ্টাতেই দুর্বৃত্তরা এইসব ঘটনা ঘটিয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, শাহবাগ, কাটাবন, মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় এলাকা, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং খিলগাঁওয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই ঘটনাগুলো ঘটে।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারসের ডিউটি অফিসার রাসেল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও শাহবাগের বাসগুলোর আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো এবং ক্ষয়-ক্ষতি নিরূপনের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, ডিএমপি মিডিয়া ডিভিশনের ডেপুটি কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, সম্ভবত ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ব্যাহত করার প্রচেষ্টাতেই বাসে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
এ ব্যাপারে শিগগিরই গণমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানান তিনি।