দাবি পূরণ না হলে সব ভবনে তালা দেবেন বুয়েট শিক্ষার্থীরা
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবিগুলো পূরণ না হলে বুয়েটের প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা প্রথমে আট দফা ও পরে দশ দফা দাবি সামনে নিয়ে আসেন। দাবিগুলো পূরণ না হলে তারা প্রথম বর্ষের ভর্তিপরীক্ষার আয়োজনে বাধা দেবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ২০১৯-২০ সেশনে ভর্তিপরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে ১৪ অক্টোবর।
আন্দোলনেকারীদের মুখপাত্র তিথি জানালেন, “ভিসি ড. সাইফুল ইসলাম আমাদের দাবিগুলো পূরণে আন্তরিকতা না দেখালে আমরা আগামীকাল বুয়েটের সব ভবনে তালা দিয়ে দেব। “
গত তিন দিনের মতো আজও সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের দশ দফার বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হন।
শিক্ষার্থীদের দশ দফা দাবির মধ্যে আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার মতো বিষয়গুলো।
প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ছাত্র শিবিরের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় সিটিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে পুলিশ ছাত্রলীগের নয় নেতাকর্মীসহ ১৯ জনকে আটক করেছে।