দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন
আমিনবাজারে বাংলাদেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে ৩০ কোটি মার্কিন ডলার (প্রায় আড়াই হাজার কোটি টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি) ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার এক সংবাদ বিবৃতিতে জানান, ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্ব নিবে চীনা কোম্পানিটি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ব্যাপারে বুধবার রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবে সিএমইসি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
শহরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ দীর্ঘদিন ধরেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করে আসছে।
এর আগে কেরানীগঞ্জে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প নির্মাণের পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারিগরি ও আর্থিক সমস্যার কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।