ধাপে ধাপে শিথিল করা হবে চলমান বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১১ আগস্টের পর দেশব্যাপী চলমান বিধিনিষেধ পর্যায়ক্রমে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এর আগে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক সভায় লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রোববার (৮ আগস্ট) জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন, ধাপে ধাপে চলমান লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে।
তিনি আরও বলেন, "যদিও শনাক্তের হার কমছে কিন্তু করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা দুই শতাধিক। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে"।
"বিধিনিষেধে কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হবে সে বিষয়ে আজ আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পাব", উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি আজ বা কাল এই সিদ্ধান্ত জানাতে পারবেন।
উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় দেশব্যাপী চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে গত ৫ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় গত ২৩ জুলাই সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন জারি করে সরকার। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত আরও ৫ দিন বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। গত চার সপ্তাহ যাবত প্রায় প্রতিদিনই দুইশো বা তার কাছাকাছি সংখ্যক মৃত্যু হচ্ছে করোনায়।