নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস
প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
পৃথক এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানের বয়স ৩০ ডিসেম্বর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে অবসর দেওয়া হয়েছে। ফলে তার স্থলাভিষিক্ত হবেন আহমদ কায়কাউস।
জ্যেষ্ঠ সচিব কায়কাউস বিসিএসের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।