নিজের বাইকে আগুন দিলেন আরেক রাইড শেয়ারিং বাইকার
ট্রাফিক পুলিশ জরিমানা করার চেষ্টা করায় নিজের বাইকে আগুন দিয়েছেন আরেক রাইড শেয়ারিং বাইকার। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার বিকেলে পলাশী মোড়ে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মোর্শেদ বলেন, ইলিয়াস মিয়া (৩০) নামে একজন চালক ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে একজন সার্জেন্ট তাকে জরিমানা করায় রাগে সে বাইকে আগুন ধরিয়ে দেয়।
জরিমানা হওয়ার পর, তিনি পলাশী থেকে কাঁটাবনে যান এবং দুপুর ২টা ৪৫ মিনিটের এর দিকে তার মোটর সাইকেলটি পুড়িয়ে দেন।
ওসি আরও জানান, এর আগে তাকে দুবার জরিমানা করা হয়েছিল।
এম এম মোর্শেদ জানান, ঘটনার পর পুলিশের একটি দল ইলিয়াসের সাথে কথা বলার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন।
তিনি বলেন, লোকটি এক মাস আগে ঢাকায় এসেছে এবং করোনার সময় ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে রাইড শেয়ারিংয়ে চাকরি নিয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর ঢাকার বাড্ডা এলাকায় ট্রাফিক সার্জেন্ট মামলা করার চেষ্টা করার পর বাইকার শওকত আলী তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন।