পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পের ২০ চীনা শ্রমিক নজরদারিতে
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সম্প্রতি দেশে ফেরা পটুয়াখালীর কলাপাড়াস্থ পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ চীনা শ্রমিককে আলাদা একটি ভবনে রাখা হয়েছে। পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ওই শ্রমিকরা ছুটি কাটাতে চীনে গিয়েছিলেন। ছুটি শেষে গত ১০ দিনের ব্যবধানে তারা দেশে ফিরে কর্মস্থলে যোগদেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ও চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসি মিলে একটি নতুন কোম্পানি গঠন করে। যৌথ উদ্যোগের এই কোম্পানির নাম বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। এখানে চীনের প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (ফ্যাসিলিটি) শহীদ উল্লাহ ভুইয়া জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রে চীনের শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত কারো মাঝে করোনা ভাইরাসের উপসর্গ লক্ষ্য করা যায়নি। গত এক মাসে ৩৫ জন শ্রমিক চীন থেকে এ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফিরেছেন। এরমধ্যে ১৫ জনকে ১৪ দিন আলাদা রাখার পর তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ধরা না পড়ায় তারা কাজে যোগ দিয়েছেন। ২০ জন এখনও আলাদা ভবনে অবস্থান করছেন। ১৪ দিন পেরিয়ে গেলে কোনো লক্ষণ দেখা না গেলে তারাও কাজে যোগ দেবেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সময় ছুটিতে যাওয়া ২০ জন চীনা শ্রমিক গত ১০ দিনে পায়ার তাপ বিদ্যুৎ প্রকল্পে ফিরে এসে কাজে যোগ দেন। তাদের মধ্যে গত ২৩ জানুয়ারি ফিরেছেন দুই জন, ২৬ জানুয়ারি ফিরেছেন একজন ও গত ৩০ জানুয়ারি আরও ১৭ জন চীনা শ্রমিক দেশে ফিরে কাজে যোগ দেন।
ডা. চিন্ময় আরও জানান, চীন থেকে ফিরে আসা ওই ২০ শ্রমিকের কয়েক দফায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের জ্বর বা সর্দি-কাশিও নেই। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গও ধরা পড়েনি। এরপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীনা নাগরিকদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্প এলাকার আলাদা একটি ভবনে রাখা হয়েছে। সেখানে ১৪ দিন অবস্থানের পর কোনো উপসর্গ ধরা না পড়লে তারা কাজে ফিরবেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বাসুদেব কুমার দাস জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মুক্ত রাখতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্প এলাকায় সচেতনামূলক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিদিনই সেখানে সভা করা হচ্ছে। সোমবার দুপুরেও পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্প এলাকায় চীনা শ্রমিক ও কর্মচারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।