বিদেশি দূতাবাসগুলো তাদের কর্মী ফিরিয়ে নেবে
করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ঢাকায় অবস্থান করা নিরাপদ মনে করছেন না বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা।
এই নিয়ে কূটনৈতিকদের আশ্বস্ত করে গত সপ্তাহে এক ব্রিফিং দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে আস্থা রাখতে পারছে না অনেক দেশ। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ইইউ, জাপান, ইতালির শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেন, করোনা সেলের প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ড. খলিলুর রহমানের সাথে।
এসময় নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইট ও কারিগরি সুবিধা চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।
অতিরিক্তি সচিব ড. খলিলুর রহমান বলেন, বিশেষ উড়োজাহাজে নিজ কর্মীদের ঢাকা থেকে সরিয়ে নিতে চায় বিদেশি দূতাবাসগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয় এতে সম্মতি জানিয়ে এক্ষেত্রে বাংলাদেশ বিমানকে ব্যবহারের পরামর্শ দিয়েছে। দেশের মানুষের মতো কূটনীতিকদেরও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে ।