মেয়াদোত্তীর্ণ ২০৩ কন্টেইনার পণ্য মাটি চাপা দিচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ
গত দশ বছর ধরে চট্টগ্রাম বন্দরে আটককৃত ২০৩ কন্টেইনার পণ্য ধ্বংস প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। মেয়াদোত্তীর্ন এবং পচে যাওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে মুরগীর খাদ্য, ফলমূল, স্যানিটারী ন্যাপকিন ও প্রসাধনী সামগ্রী।
বুধবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনে ৯ কন্টেইনার পণ্য মাটি চাপা দিতে পেরেছে কাস্টম হাউজ। ২০৩ কন্টেইনার পণ্য মাটি চাপা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত চলবে এই কর্মসূচি।
চট্টগ্রাম কাস্টম হাউজের নিলাম শাখার ডেপুটি কমিশনার মাজেদুল হক বলেন, গত ১০ বছর ধরে জমে থাকা অখালাসকৃত নষ্ট এবং মেয়াদোত্তীর্ণ ২০৩ কন্টেইনার পণ্য ধ্বংস করার সিদ্ধান্ত নেয় কাস্টম হাউজ।
চট্টগ্রাম বন্দর বন্দর সূত্রে জানা গেছে, ২০৩ কন্টেইনারে মোট ৪ হাজার ৪০০ টন পণ্য রয়েছে, যার আমদানি মূল্য প্রায় ১৯ কোটি ৫৫ লাখ টাকা।
কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির পর ৩০ দিনের মধ্যে খালাস না নিলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেসব নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে কাস্টম হাউজ। অনেক সময় মামলা সংক্রান্ত জটিলতায় বছরের পর বছর বন্দরে পড়ে থাকে কন্টেইনারভর্তি পণ্য। যেসব পণ্যের মেয়াদোত্তীর্ণ এবং নষ্ট হয়ে যায় সেগুলো ধ্বংস করা হয়।