যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নির্ধারিত ৭ হোটেল
যুক্তরাজ্যে সর্বপ্রথম আঘাত হানে করোনাভাইরাসের অভিযোজিত নতুনতম ধরন। এই প্রেক্ষিতে বিশ্বের বেশকিছু রাষ্ট্র দেশটির সঙ্গে যোগাযোগ সীমিত করেছে। এ অবস্থায় বাংলাদেশ সরকার ইতোপূর্বে যুক্তরাজ্য ফেরতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে।
আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এসব যাত্রীর অবস্থানের জন্য নির্ধারিত সাতটি হোটেলের নাম প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশটি থেকে বাংলাদেশে আগতদের নিজ খরচে এসব হোটেলে ১৪ দিন অবস্থান করতে হবে।
হোটেলগুলি হলো;
১.বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, প্লট-১সি ও ২সি, রোড নং- ১৭,১৮, নিকুঞ্জ-২, ঢাকা
২. অমনী রেসিডেন্সি, বাড়ি নং-৪২, রোড নং-১৫, বনানী, ঢাকা
৩. হোটেল গ্রেস-২১, বাড়ি নং- ১ ও ৩, রোড নং- ২১, নিকুঞ্জ-২, ঢাকা
৪. হোটেল এফোর্ড ইন, বাড়ি নং- ৪, রোড নং- ৩, সেক্টর-১, উত্তরা, ঢাকা
৫. হোয়াইট প্যালেস হোটেল, বাড়ি নং- ২৫, রোড নং- ৬, সেক্টর-৯, উত্তরা, ঢাকা
৬. মেরিনো রয়েল হোটেল, বাড়ি নং- ২৫, রোড নং- ৩, সেক্টর-৩, উত্তরা, ঢাকা
৭. মেমেন্টো হোটেল, বাড়ি নং- ৯, রোড নং- ৩, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ রোকন উদ্দিন।