লকডাউন অমান্য করায় প্রথম দিনে ৫ ঘণ্টায় ২৪৯ জনকে আটক
দেশজুড়ে চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে বিধি-নিষেধ অমান্য করে বাইরে যাওয়ায় রাজধানীতে ২৪৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে এই ব্যক্তিদের আটক করা হয়; যাদের অধিকাংশই মিরপুরের বাসিন্দা।
পুলিশ বলছে, লকডাউনে ঘরের বাইরে যাওয়ার পক্ষে কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি আটককৃতরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার এএসএম মাহতাব উদ্দিন বলেন, "মিরপুরের বিভিন্ন এলাকায় আমাদের সবগুলো পুলিশ স্টেশনের সদস্যরা অভিযান চালাচ্ছেন। যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে আসায় একশো'রও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ বলেছেন, তারা বাইরে এসেছেন লকডাউন কেমন হচ্ছে সেটা দেখতে। আবার কেউ কেউ বলছেন লকডাউনের বিষয়ে তারা জানতেন না।"
"আটককৃতদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। যদি তারা সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারে তবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।"
প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল গণমাধ্যমটিকে জানিয়েছেন, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।
একই সময়ে লকডাউন অমান্য করে যানবাহন নিয়ে বের হওয়ায় ২২২টি মামলা হয়েছে যাতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার টাকা।
এছাড়া দোকান খোলায় ১০টি দোকানের মালিককেও জরিমানা করা হয়েছে।