লাউয়াছড়ার আগুন নিয়ন্ত্রণে, ২ সদস্যের তদন্ত কমিটি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের আগুণ নিয়ন্ত্রণে এসেছে। সেইসঙ্গে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করেছে বনবিভাগ।
এই কমিটিকে দুইদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য হলেন বন মামলা পরিচালক জোলহাস উদ্দিন।
এর আগে, শনিবার বেলা ১২টার দিকে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকায় ডাল-পাতার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বনবিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। সেখানে আগাছা পরিষ্কার করে বন্যপ্রাণীর খায়- এমন ফলের গাছ লাগানোর জন্য বনবিভাগের অধীনে কাজ করছিলেন তারা।
কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে আগুন জ্বলে উঠে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে।
তবে বনের ভেতরে রাস্তা না থাকায় এবং পানির স্বল্পতায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়। আগুনে বনের প্রায় ২ একর জায়গা পুড়ে গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা পরিবেশকর্মী আব্দুল আহাদ।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা নুরুল ইসলাম বলেন, '৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি, শ্রমিকদের সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত। অথবা কেউ ইচ্ছে করেও আগুন লাগাতে পারে। কী ঘটেছে, তদন্ত করে বলা যাবে।'
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, 'কী কারণে আগুন লাগল, তা তদন্ত করবে বন বিভাগের তদন্ত কমিটি। এই ব্যাপারে আমাদের কেউ জড়িত থাকলে বা দায়িত্বে কেউ অবহেলা করলে ছাড় দেওয়া হবে না। বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।'