শিথিল বিধিনিষেধে চেনা রূপে ফিরছে ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারিকৃত বিধিনিষেধ আজ থেকে শিথিল করা হয়েছে; ফলে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছুই খুলে দেয়া হয়েছে।
তবে লকডাউনের শেষ দিন গতকালও করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ২৬৪, যা দিনের হিসাবে সর্বাধিক।
প্রায় ২০ দিন পর সড়কে আজ চলছে গণপরিবহন; স্বাস্থ্য বিধি মেনে যাত্রীবাহী রেল ও নৌযানগুলোও আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করবে।
তবে আসন অনুসারে পূর্ণ যাত্রী নিয়ে পরিবহনগুলো যাত্রী বহন করতে পারলেও মোট যান সংখ্যার মাত্র ৫০ শতাংশ চলাচল করবে।
দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ০৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
দেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো ইতিমধ্যে পুনরায় চালু হয়েছে।
চালু থাকবে সকল প্রকার শিল্প-কলকারখানা।
ব্যাংকগুলোও আজ থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেনের জন্য ব্যাংকগুলোর সকল শাখা খোলা রাখতে হবে। আর ব্যাংকারদের অফিসের কাজের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে থাকতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় ঈদের পর ২৩ আগস্ট থেকে আরোপ করা বিধিনিষেধের সমাপ্তি টেনে রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।