সাম্প্রদায়িক সহিংসতা: সারাদেশে ৭১ মামলায় গ্রেপ্তার ৪৫০
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/19/arrest-tbs.jpg)
দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপ কেন্দ্রিক সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার জেরে এখন পর্যন্ত ৪৫০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার পুলিশ সদর দপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান জানান, এসব ঘটনায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
তবে পুলিশ এসব মামলায় মোট অভিযুক্তের সংখ্যা প্রকাশ করেনি।
তিনি আরো বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদেরকে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ মনিটর করছে এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে, একদল ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা উসকে দেয় এমন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে মানুষের সহযোগিতা চেয়েছে।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর, কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআনকে অবমাননার যে অভিযোগ উঠে তার জেরে দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।