সিলিন্ডারপ্রতি এলপিজি গ্যাসের দাম কমে ৮৪২ টাকা
বৈশ্বিক বাজারে দাম কমায় এপ্রিলের পর থেকে দ্বিতীয়বারের মতো দেশের তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বেসরকারি খাতে ভ্যাটসহ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে।
১ জুন থেকে এই দাম কার্যকর হবে, এটিই এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসি এই ঘোষণা দেয়।
উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের মতো ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির
নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা। আগে এই দাম ছিল ৪৪ টাকা ৭০ পয়সা।
দেশে প্রথমবারের মতো ১২ এপ্রিল এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় সরকার। সেসময় জানানো হয় বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এর দাম পরিবর্তন।