‘কঠোর’ লকডাউন কার্যকরে নামানো হবে আর্মি, থাকছে না মুভমেন্ট পাস
মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা রাস্তায় নামবেন।
লকডাউন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন বলে আজ (সোমবার) জানিয়েছেন সচিব।
তিনি আরও জানান, এ সময়ে কোনো মুভমেন্ট পাস কার্যকর হবে না।
কোভিড-১৯-এর ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে আগামী ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি থাকবে দেশে।
এর আগে, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশব্যাপী ১৪ দিনের কঠোর শাটডাউনের পরামর্শ দেয় কোভিড ১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।