১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা ছাত্র ফেডারেশনের
কারাগারেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
তার মৃত্যুর প্রতিবাদে আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে সংগঠনটির সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে আজ বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির সদস্যরা।
শুক্রবার রাতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল থেকে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা।
"তাদের মুক্তি দেওয়া না হলে অবস্থার অবনতি হলে সরকারকেই তার দায়িত্ব নিতে হবে," বলেন তিনি।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার জন্য গত বছরের ৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কাকরাইল ও লালমাটিয়া থেকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মোশতাক আহমেদকে গ্রেপ্তার করেছিল র্যাব।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা 'আই এম বাংলাদেশি' নামক ফেসবুক পেজের মাধ্যমে ভুল তথ্য ও গুজব প্রকাশ করেছে, যা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এই মামলায় অভিযুক্ত দুইজনকে জামিনে মুক্তি দেওয়া হলেও ছয়বার মুশতাক ও কিশোরের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়।
কারা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মুশতাক অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।