২০২০ সালে সর্বাধিক পঠিত ২০টি নিউজ
২০২০ সাল জুড়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা বিভাগও পাঠকদের সংবাদের খোরাক মিটিয়েছে প্রায় সমানতালে। এরমধ্যে কিছু কিছু সংবাদ পাঠকরা সবচেয়ে বেশী পড়েছেন। সেই আর্টিকেল গুলো নিয়েই বছর শেষে আমাদের এ আয়োজন-
একসময় আমি রাজা ছিলাম: আজাদ প্রোডাক্টসের উত্থান-পতন
দেশের মুদ্রিত পণ্যের ইন্ডাস্ট্রির বিকাশে ভূমিকা রাখা কোম্পানিটি কীভাবে লোকসানের মুখে পড়ল বিস্তারিত পড়ুন এখানে… একসময় আমি রাজা ছিলাম: আজাদ প্রোডাক্টসের উত্থান-পতন
ভারতীয় নাগরিক হওয়ার চেয়ে বাংলাদেশে উইপোকা হয়ে বেঁচে থাকা ভালো
ভারতীয় অর্থনীতি এখন ক্ষয়িষ্ণু প্রবণতায় ভুগছে। এই অবস্থার মধ্য দিয়েই গত বছরের শেষ নাগাদ বার্ষিক উৎপাদন প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ শতাংশে। অর্থনীতির এমন বিপর্যয়ে জনতার নজর নিজেদের ব্যর্থতা থেকে দূরে সরাতেই সাম্প্রদায়িক রাজনীতির নতুন কৌশল 'বাংলাদেশি' অনুপ্রবেশের হুজুগ তুলেছে বিজেপিসহ হিন্দুত্ববাদী বেশ কিছু রাজনৈতিক দল।
এই প্রেক্ষিতে বাংলাদেশের প্রকৃত অবস্থা এবং সেই তুলনায় ভারতের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন দেশটির বিখ্যাত লেখক ও বর্ষীয়ান সাংবাদিক করণ থাপার। তার ওই মতামত ভিত্তিক কলাম প্রকাশ করে দৈনিক হিন্দুস্তান টাইমস। করণ থাপারের কলামটি পড়তে ক্লিক করুন… ভারতীয় নাগরিক হওয়ার চেয়ে বাংলাদেশে উইপোকা হয়ে বেঁচে থাকা ভালো
বঙ্গবন্ধুর যত প্রথম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার একটি সাধারণ শিশু থেকে কী করে একটি জাতির মুক্তির প্রধান দিশারী হয়ে উঠলেন, চলুন জানা যাক তার জীবনের সেই ধাপগুলো। তার 'অসমাপ্ত আত্মজীবনী', দেবব্রত দেব রায়ের 'বঙ্গবন্ধুর জীবনে স্মরণীয় ঘটনা', আবদুল গাফফার চৌধুরীর 'ধীরে বহে বুড়িগঙ্গা', এস এ করিমের 'শেখ মুজিব ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি' এবং অন্যন্য বই ও নথির সূত্র ধরে সেই ইতিহাস হাজির করা হলো।
ক্লিক করুন- বঙ্গবন্ধুর যত প্রথম
বাংলাদেশের ডিস ব্যবসায়ীর সাথে ফেসবুকের জুকারবার্গের আইনি টক্কর
রাজধানীর গ্রীন রোডের এক ডিস ব্যবসায়ীর প্রতিষ্ঠানের সাথে আইনি লড়াইয়ে নেমেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
ফেসবুক ডটকম ডট বিডি নামে ডোমেইন নিবন্ধন করার অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান এ–ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে গত ২২ নভেম্বর ক্ষতিপূরণ চেয়ে ঢাকার জেলা জজ আদালতে মামলা করেছে ফেসবুক।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে- বাংলাদেশের ডিস ব্যবসায়ীর সাথে ফেসবুকের জুকারবার্গের আইনি টক্কর
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫
করোনাভাইরাস নিয়ে শুরুর দিকে সারাদেশের মানুষের মধ্যে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। করোনার তথ্য নিয়ে প্রতিদিনই সংবাদ সম্মেলনে আসতেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
সে সময়কার ব্রিফিংয়ের এই নিউজটিও সর্বাধিক পঠিত নিউজের তালিকায় উঠে এসেছে। নিউজটি পড়তে ক্লিক করুন- দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫
এলার্জি, ফ্লু ও করোনা হলে যেভাবে বুঝবেন
জ্বর ও সর্দি কাশিতে ভুগলেই করোনা আক্রান্ত ধরে নিতে হবে? এলার্জি, ফ্লু ও করোনার উপসর্গে পার্থক্য কী? এসবের উত্তর জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের মেডিসিন অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের অধ্যাপক এবং ভ্যাকসিন রিসার্চ গ্রুপের পরিচালক ডা. গ্রেগ পোল্যান্ড।
পড়ুন এই নিউজে…এলার্জি, ফ্লু ও করোনা হলে যেভাবে বুঝবেন
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। সেদিন প্রকাশিত হয় এই নিউজটি। করোনা ভাইরাস বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশ্ববাসীকে বেশ কিছু সাধারণ অথচ কার্যকর সতর্কতা অনুসরণের আহ্বান জানিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কী ছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই সতর্কতা বার্তাগুলো? পড়ুন এই লিঙ্কে: করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
'মাসুদ রানা'র লেখক কাজী আনোয়ার হোসেন নন, শেখ আবদুল হাকিম!
ধ্বংস পাহাড় দিয়ে মাসুদ রানা সিরিজের যাত্রা শুরু হয়েছিল। এবং এই সিরিজের স্রষ্টা হিসেবে খ্যাতি লাভ করেন কাজী আনোয়ার হোসেন। মাসুদ রানা সিরিজের এ পর্যন্ত বই বেরিয়েছে ৪৬০টিরও বেশি। জনপ্রিয় এই সিরিজের প্রথম দিকের গুটিকয় বই ছাড়া বেশিরভাগ বইয়ের লেখক শেখ আবদুল হাকিম- এতদিন এই তথ্যটি জনশ্রুতি আকারে থাকলেও রোববার কপিরাইট অফিস এক রায়ে জানিয়েছে, মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেন নন, শেখ আবদুল হাকিম।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: 'মাসুদ রানা'র লেখক কাজী আনোয়ার হোসেন নন, শেখ আবদুল হাকিম!
করোনাভাইরাস: প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াচ্ছে কুয়েত
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই প্রবাসী বাংলাদেশিসহ কুয়েতে কাজ করা বিভিন্ন দেশের কর্মী ও ভ্রমণকারীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:করোনাভাইরাস: প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াচ্ছে কুয়েত
ন্যাশনাল ব্যাংকের ব্যাখ্যা প্রত্যাখান করেছে এক্সিম ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল প্যাডে আইনজীবীর বক্তব্য আইনত সমর্থনযোগ্য নয় বলে মনে করেন এক্সিম ব্যাংকের নিয়োগকৃত আইনজীবী মিয়া মোহাম্মদ কাউছার আলম।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওই আইনজীবী তার লিখিত জবাবে উল্লেখ করেন, ২৬ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক শিকদার ও দিপু হক শিকদার কর্তৃক অপহরণ ও হত্যাচেষ্টা ঘটনায় সৃষ্ট মামলার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ব্যাংকের নিয়োগকৃত আইনজীবী আব্দুল বাছেত মজুমদার কতৃক প্রদত্ত ব্যাখ্যা গত ২৭ মে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়, যার প্রেক্ষাপটে ওই মামলার বাদী এবং এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব) সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট ব্যাংক তাকে আইনজীবী নিয়োগ দেন এবং নিয়োগদাতার নির্দেশনা অনুযায়ী তিনি ওই প্রতিউত্তর জানান।
বিস্তারিত পড়ুন: ন্যাশনাল ব্যাংকের ব্যাখ্যা প্রত্যাখান করেছে এক্সিম ব্যাংক
ক্রেডিট কার্ড ভয়াবহ এক খরচাস্ত্র
তার চলতে কষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ, সে কোন ফাঁকে যে তার ক্রেডিট কার্ডের বর্ধিত সীমা শেষ করে ফেলেছিল, সেটা খেয়াল করেনি। হাতে টাকা নেই, ক্রেডিট কার্ডের সীমা শেষ, এখন কী করা? তার ছিল একাধিক ক্রেডিট কার্ড। সবগুলোর একই অবস্থা হলো। কারণ, আয় যে পরিমাণ বৃদ্ধি পায়, অনেক সময় খরচের বৃদ্ধি তার চেয়ে বেশি হয়। তাছাড়া, আবার ভবিষ্যতে আয় বাড়বে- এই প্রত্যাশাতেও বর্তমানের খরচ বেড়ে যায় অনেকের। বিপত্তি ঘটে তখন, যখন আয়ের বৃদ্ধিকে ছাড়িয়ে যায় খরচের বৃদ্ধি। আর যদি হাতে থাকে অত্যাধুনিক খরচাস্ত্র ক্রেডিট কার্ড, তাহলে তো কথা-ই নেই। খরচ বাড়ানোর অনুষঙ্গটি সঙ্গেই আছে।
মতামতটি বিস্তারিত পড়ুন এখানে: ক্রেডিট কার্ড ভয়াবহ এক খরচাস্ত্র
করোনাভাইরাস প্রতিরোধে নিয়োজিতদের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: করোনাভাইরাস প্রতিরোধে নিয়োজিতদের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ: প্রধানমন্ত্রী
সিস্টেমটাই তাদের এমন নিষ্ঠুর বানিয়েছে, জবানবন্দিতে অনীক জিয়ন
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় গ্রেফতার অনীক সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 'সিনিয়রদের নির্দেশনা মেনে কাজ করার' কথা বললেন।
আদালত সূত্রে জানা যায়, শনিবার (১২ অক্টোবর) বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনীক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে দেখা যায়, আবরারের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছেন তিনি।
তবে আবরারকে হত্যা করার উদ্দেশ্য তাদের ছিল না সে কথাও জানান অনীক।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: সিস্টেমটাই তাদের এমন নিষ্ঠুর বানিয়েছে, জবানবন্দিতে অনীক জিয়ন
করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত
বিশ্বের নানা প্রান্তের প্রায় ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই অবস্থায় বাংলাদেশও ভাইরাসটি বিস্তারের শীর্ষ ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যেই এই ভাইরাস সংক্রমণ বাংলাদেশের প্রতিবেশী ভারত ও নেপালে ধরা পড়েছে। ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যাপক যোগাযোগ থাকায় এই মুহূর্তেই বাংলাদেশের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
বিস্তারিত পড়ুন: করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত
যে কারণে দেশটির নাম ভারত
পৃথিবী যখন ইতিহাসের ভয়ঙ্করতম শত্রু কোভিড-১৯ নামক ভাইরাসের মুখামুখি, তখন নরেন্দ্র দমোদার দাস মোদী সরকার ব্যস্ত ঘন্টা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে আর রাম মন্দিরের ভূমি পূজার বাহারি প্রসাদ বণ্টন অনুষ্ঠান আর কাশ্মীরের আর্টিকেল ৩৭০ বাতিলের বর্ষ পূর্তি উৎসবে।
মতামতটি বিস্তারিত পড়ুন এখানে- যে কারণে দেশটির নাম ভারত
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের গুরুত্ব!
প্রতিবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে একটি নির্দিষ্ট নম্বর যোগ করা হলেও এবার তা না করার বিষয়ে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয়গুলো।
মহামারির করোনাভাইরাসের কারণে সংক্রমণের উচ্চ ঝুঁকির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় গত সপ্তাহেই শতভাগ শিক্ষার্থীকে পাশ করিয়ে দেয় সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানান, জেএসএসি এবং এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতেই এবার এইচএসসির ফলাফল মূল্যায়ন হবে।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের গুরুত্ব!
চট্টগ্রামে রোগীর মৃত্যু: করোনা সন্দেহে হাসপাতালের আইসিইউ-এইচডিইউ বন্ধ
এইচডিইউতে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর চট্টগ্রামের জিইসি এলাকার বেসরকারি 'রয়েল হাসপাতাল প্রাইভেট লিমিটেড'র আইসিইউ-এইচডিইউ ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: চট্টগ্রামে রোগীর মৃত্যু: করোনা সন্দেহে হাসপাতালের আইসিইউ-এইচডিইউ বন্ধ
একজন 'ফূর্তিবাজ' রাজপুত্রের অকালমৃত্যু, কিছু অমীমাংসিত রহস্য
ঘটনাটি ২০০৮ সালের বড়দিনের দিনকয়েক আগের। ব্রুনাইয়ের রাজপুত্র আজিমের বয়স তখন ২৬, থাকেন লন্ডনে। নিজের প্রিয় পুতুলনাচ শো 'সিন্ডারেলা' দেখাতে ছোট ভাই-বোনদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ কারণেই এমন এলাহি আয়োজন!
আর এর মাধ্যমেই ব্রুনাইয়ের চরম ধনী সুলতান হাসান-আল বলকিয়াহের দ্বিতীয় পুত্রের পার্টিপ্রেম সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে রূপকথার 'প্রিন্স চার্মিং'য়ের মতো ফূর্তির জীবন কাটাতে ভালোবাসা রাজপুত্র আবদুল আজিম লন্ডন ও হলিউড তারকাদের ভিড়ে দিনযাপন করলেও তার জীবনে 'হ্যাপি এন্ডিং' বা সুখের সমাপ্তি আসেনি।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: একজন 'ফূর্তিবাজ' রাজপুত্রের অকালমৃত্যু, কিছু অমীমাংসিত রহস্য
ঝাড়ুদার যখন প্রধান অতিথি
অনুষ্ঠান চলছে। প্রধান অতিথির আসনে অস্বস্তি নিয়ে বসে আছেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি। চোখে-মুখে অন্য রকম অভিব্যক্তি। কিছুক্ষণ পর স্বাভাবিক হলেন তিনি। মন দিলেন বক্তাদের দিকে।
অস্বস্তি হওয়ারই কথা। একজন পরিচ্ছন্নকর্মী হয়ে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হতে পারবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি। কিন্তু কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার (পরিচ্ছন্নকর্মী) আবদুল লতিফকে অনুষ্ঠানের প্রধান অতিথি বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের একটি পরিবেশ বিষয়ক সংগঠন। ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড প্রমোটিং টলারেন্স-ইনলেপ্ট আয়োজিত 'অবুঝ তুমি সবুজ হও' শীর্ষক সেমিনার ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন লতিফ।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: ঝাড়ুদার যখন প্রধান অতিথি
রিকন্ডিশন্ড গাড়ির দাম বাড়ছে, কমছে নতুন গাড়ির দাম
দেশে এখন রিকন্ডিশন্ড গাড়ির দাম বাড়ছে, অন্যদিকে কমছে নতুন গাড়ির দাম। দুইয়ের দামে পার্থক্য অতীতের যে কোনো সময়ের চেয়ে কম। গত এক দশক আগে মাত্র ১০ শতাংশ বাজার প্রতিনিধিত্ব থাকলেও এখন ব্র্যান্ড নিউ কার, এসইউভি এবং মাইক্রোবাস বিক্রি দেশের মোট বাজারের ২০ শতাংশ ধরে ফেলেছে। আগামী পাঁচ বছরে নতুন গাড়ির বিক্রি মোট বাজারের ৫০ শতাংশে উন্নীত হবে এমন আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বাংলাদেশের অটোমোবাইল বাজারের বড় অংশই নিয়ন্ত্রণ করতো রিকন্ডিশন গাড়ি। কিন্তু সেই প্রবণতা কাটিয়ে উঠে দেশে এখন বাড়ছে ব্র্যান্ড নিউ গাড়ি বিক্রয়। এই ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে নতুন গাড়ি বিক্রি মোট বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।
বিস্তারিত পড়ুন এই লিঙ্কে: রিকন্ডিশন্ড গাড়ির দাম বাড়ছে, কমছে নতুন গাড়ির দাম