৯৯৯ এ ফোন দিয়ে কাক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে একটি মৃতপ্রায় কাককে উদ্ধারে সহায়তা করলো উজ্জল নামের রাজশাহীর স্থানীয় এক যুবক।
বুধবার সকালে তিনি রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় রূপালী ব্যাংকের সামনের একটি গাছের মগডালে ঘুড়ির কাটা সুতার সাথে পেঁচিয়ে থাকা একটি কাককে ঝুলে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। তার কিছুক্ষণ পরই রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দলটি মগডাল থেকে কাককে উদ্ধার করে স্থানীয় যুবক উজ্জল ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হাতে হস্তান্তর করলে তারা কাকটি অবমুক্ত করে দেন।
রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি জানান, বেলা ১১টা ৭ মিনিটে জাতীয় জরুরি সেবা থেকে আমাদের কাছে ফোন আসে। জানানো হয় নগরীর লক্ষ্মীপুর মোড়ের রুপালী ব্যাংকের সামনের একটি গাছে আটকা পড়েছে একটি কাক। এমন খবরে সঙ্গে সঙ্গে আমরা কাকটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। ঘুড়ির ছেঁড়া সুতায় কাকটির পাখা ও পা জড়িয়ে ছিলো। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় কাকটি।
পরে সেটি সংবাদ প্রদানকারী উজ্জ্বল হোসেন ও স্থানীয় দায়িত্বরত পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তারাই কাকটি অবমুক্ত করে দেন।
গাছের মগডালে দীর্ঘসময় আটকে থাকায় কাকটি মৃতপ্রায় হয়ে পড়েছিলো।