এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর
২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। এর আগে সারাদেশে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়।
সোমবার (১২ সেপ্টেম্বর) এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
প্রায় ১৪ লাখ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে। দেশজুড়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন, ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত হবে, মোট নম্বরও কম থাকবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সিদ্ধান্ত অনুসারে, এইচএসসি ও সমমানের সব পরীক্ষা দুই ঘণ্টার হবে। এরমধ্যে বহুনির্বাচনী ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা। মহামারির আগে তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই, সেগুলির নম্বর বিতরণ হবে এভাবে: সৃজনশীল- ৪০, বহুনির্বাচনী (এমসিকিউ)- ১৫, সর্বমোট ৫৫ নম্বর। আর ব্যবহারিক পরীক্ষা থাকা বিষয়ে নম্বর বিতরণ হবে: সৃজনশীল-৩০, বহুনির্বাচনী-১৫, সর্বমোট ৪৫ নম্বর।
মহামারির আগে প্রতিবছর ফেব্রুয়ারি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো, কিন্তু করোনা মহামারি ও বন্যার কারণে এ বছরও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার তারিখ পেছায় সরকার।
গত বছর বেশ কয়েক মাস পিছিয়ে নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা।