ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ২৭ ওয়ার্ড: স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৩টি আর দক্ষিণ সিটির ১৪টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার ১২% বাসা-বাড়িতেই এডিস মশার বিস্তার সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের মনসুন জরিপে এ তথ্য উঠে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব ডা. আনোয়ার হোসেন হাওলাদার।
বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে মনসুন জরিপ ২০২২ এর ফলাফল উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম বলেন, মনসুন জরিপটি ঢাকা উত্তরের ৪০টি ওয়ার্ডের ১,৩১৯টি এবং ঢাকা দক্ষিণের ৫৮টি ওয়ার্ডের ১,৮৩০টি পরিবারের মধ্যে করা হয়েছিল। ১১ থেকে ২৩ আগস্টের মধ্যে জরিপটি সম্পন্ন হয়।
জরিপে দেখা গেছে যে, ঢাকা উত্তরের অধীনে ৪৫.২% বহুতল ভবনে, ২৪.৮% নির্মাণাধীন ভবনে, ২০.৩% বাড়িতে, ৬.৮% বস্তি বা আধা-পাকা বাড়িতে এবং ২.৮% খালি প্লটে এডিস মশা রয়েছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণের ৩৩.০% বহুতল ভবনে, ২৭% বাড়িতে, ১২.১% বস্তিতে এবং ৫.১% খালি প্লটে মশা পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'ডেঙ্গু তো আমরাই লালন-পালন করছি। প্লাস্টিক তো আছেই, তাছাড়া যেখানে-সেখানে কনটেইনার, পানির বোতল ফেলে রাখি। পানি জমে থাকে। পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।'
তিনি বলেন, 'অনেকেই বলে থাকেন স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু নিরসনে কী করছে? কিন্তু এটা তো একা শুধু আমাদের কাজ না। আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। ডেঙ্গুর বিস্তার কমাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'
ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, 'ডেঙ্গু নিরসনে সিটি করপোরেশন কাজ করছে। তবে সেই সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়েরও ভূমিকা রয়েছে। জনসাধারণের সচেতনতার প্রয়োজন রয়েছে। একা কারও পক্ষে এর সমাধান সম্ভব নয়। বিশেষ করে আবাসিক এলাকাগুলোর বাগানের ছাদে যাতে পানি না জমে সেটি কমিউনিটিকে দায়িত্ব দেওয়া উচিত।'
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, 'কোভিডকালীন যেসব নন-কোভিড রোগীকে আমরা সেবা দিতে পারিনি, তারা এখন বেশি আসছেন। ফলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়াটা অনেক চ্যালেঞ্জের। কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে।'