বিতরণ না করে আছড়ে ট্রফি ভাঙ্গলেন ইউএনও!
ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ভেঙেছেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ট্রফি ভাঙ্গার ভিডিও শুক্রবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর প্রতিবাদে স্থানীয় জনপ্রতিনিধিরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
খেলায় উপস্থিত থাকা জনপ্রতিনিধিরা জানান, গতকাল শুক্রবার বিকেলে মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে 'জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ' ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। প্রথমে ৭০ মিনিট খেলার পর ড্র হয়ে যায়। এ কারণে রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত দেন। টাইব্রেকারে জয়ী হয় আবাসিক জুনিয়র একাদশ।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মেহরুবা ইসলাম বলেন, খেলায় হারজিত থাকবে। এতে কারো মন খারাপের কারণ নেই। তিনি উপস্থিত জনসাধারণের কাছে তারা খেলার ফলাফলে সন্তুষ্ট কিনা জানতে চাইলে কয়েকজন খেলার 'ফলাফল মানি না' বলাতে ইউএনও ক্ষিপ্ত হন। এরপর তিনি খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি ভেঙে ফেলেন। ভিডিওচিত্রে মেহরুবাকে ট্রফি উপরে তুলে টেবিলে আছাড় মারতে দেখা গেছে।
এ ঘটনায় আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান তার ফেসবুক আইডিতে ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান। নাহলে আন্দোলন করার কথা জানান।
বিষয়টি জানতে, ইউএনও মেহরুবাকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জানতে চাইলে, শনিবার সকাল দশটায় চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, 'আমি এ খেলায় উপস্থিত ছিলাম। ইউএনও'র বক্তব্যকালে কেউ কেউ 'ব্যাড সাউন্ড' দেয়। বলা হয়, আবারো খেলতে হবে। এতে সাময়িক উত্তেজনা হয়'।
এ ব্যাপারে জানতে চাইলে খেলার আয়োজক সংগঠন 'আবাসিক স্বাধীন যুব সমাজ' এর সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ট্রফি ভাঙ্গার বিষয়ে আমাদের কোনো আন্দোলন বা কর্মসূচি নেই। যারা আন্দোলনের ডাক দিয়েছে, তাদের সাথে আমাদের একাত্মতা নেই। এ বিষয়ে আমরা কোথাও অভিযোগও দেইনি।
এদিকে, ট্রফি ভাঙ্গার প্রতিবাদে ইউএনও'র অপসারণের দাবি জানিয়ে, আজ শনিবার বিকাল চারটায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে 'আলীকদম উপজেলা সর্বসাধারণ' ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।
বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ইউএনও'র ট্রফি ভাঙ্গা ঠিক কাজ হয়নি। তিনি মানসিক ভারসাম্যহীন। তাকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। নইলে আলীকদম অচল হয়ে যাবে।