বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, যাত্রী কম দূরপাল্লার বাসে
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক থাকলেও আগামীকালের বিএনপি সমাবেশকে সামনে রেখে দূরপাল্লার বাসে যাত্রী কম ছিল।
ঢাকা থেকে কম সংখ্যক বাস ছাড়ছে; আসছেও কম সংখ্যক বাস।
রাজধানীর টেকনিক্যাল মোড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেসের কাউন্টার মাস্টার আবির বলেন, "সকাল থেকে যাত্রীর সংখ্যা কম। আজ দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিনটি বাস ছেড়েছে, সাধারণত এই সময়ের মধ্যে অন্তত ২৩টি বাস ছাড়ে।"
"আমাদের কোম্পানির অন্য কোনো বাস আজ ঢাকা ছেড়ে যাবে না," তিনি যোগ করেন।
ঢাকা-পাবনা চলাচলকারী সি-লাইন কাউন্টার (টেকনিক্যাল) মাস্টার মো. মজিবর বলেন, "গতকাল পর্যন্ত যাত্রীর সংখ্যা স্বাভাবিক ছিল। কিন্তু আজ সকাল থেকে আমরা খুব কম যাত্রী পাচ্ছি।"
তিনি জানান, ১২:১৫ পর্যন্ত প্রতিদিন তাদের নয়টি গাড়ি ছেড়ে যায়। কিন্তু আজ অর্ধেক যাত্রী নিয়ে পাঁচটা গাড়ি ছেড়েছে।
"আমরা এখন দুই শিডিউল পরপর করে গাড়ি চালাব তবে বন্ধ করব না," বলেন তিনি।
তাছাড়া বেশিরভাগ বাস কাউন্টারই সকাল থেকে ফাঁকা পড়ে ছিল।
শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, "গণসমাবেশ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে লোকজন আজ ট্রাভেল করতে চাচ্ছে না। জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়া বাসগুলোতে যাত্রী নেই। তাই গতকাল থেকেই জেলাগুলো থেকে বাস ছাড়া বন্ধ করে দিয়েছে।"
"সকাল থেকে বারোটা পর্যন্ত আমরা দশটি গাড়ি ছাড়ি। কিন্তু আজ ছাড়তে পেরেছি মাত্র পাঁচটা। প্রতিটি গাড়ি ৪৫ মিনিট থেকে দেড় ঘণ্টা দেরি করে ছেড়েছে। যাত্রী না থাকার কারণে এমনটা হয়েছে," বলেন তিনি।
তবে, দূরপাল্লার বাসে যাত্রী না থাকলেও, শহরের সিটি বাসে মানুষের মুভমেন্ট বেড়েছে।
পরিত্রাণ পরিবহনের চেকার নাঈম বলেন, "সকালে আমাদের যাত্রী অনেক কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী বেড়েছে।"
শুক্রবার হওয়াতে বাস কিছু কম বলে জানান তিনি।
"সব শুক্রবারেই রাস্তায় কম বাস থাকে সকালে। নামজের পরে বাসের সংখ্যায় বাড়ে," বলেন নাঈম।