দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার হলেন আব্দুস সাত্তার
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বর্ষীয়ান নেতা আব্দুস সাত্তার ভূঁইয়াকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রোববার (১ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান টিবিএসকে বলেন, 'আব্দুস সাত্তারকে দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার কোনো আদর্শ নেই, তিনি নষ্ট হয়ে গেছেন'।
জানা যায়, সম্প্রতি দলের হাইকমান্ডের সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। এরপর গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেন সাবেক পাঁচবারের এই সংসদ সদস্য। দল থেকে সরে দাঁড়ানোর পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে লড়বেন বলে জোর গুঞ্জন ছিল। এরমধ্যেই রোববার (১ জানুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আব্দুস সাত্তারের পক্ষে তার নিকট আত্মীয় সাদ মোহাম্মদ রশিদ মনোনয়ন ফরম কেনেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বিকেলে আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ সাড়ে ৮ হাজার টাকার চালান জমা দিয়ে নির্বচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুস সাত্তার ভূঁইয়ার মুঠোফোনে কল করলে তার ছেলে মাইনুল হাসান তুষার রিসিভ করেন। তিনি বলেন, 'বাবার পক্ষে একজন মনোনয়ন ফরম কিনেছেন বলে শুনেছি। তবে বাবা নির্বাচন করবেন কিনা এখনও চূড়ান্ত হয়নি। আমরা পরিবারের লোকজন বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব'।