বিদেশি হজযাত্রীদের জন্য ওমরাহর বীমা খরচ ৬৩% কমিয়েছে সৌদি
সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, দেশটির বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীদের জন্য কম্প্রেহেনসিভ ইন্স্যুরেন্স কস্ট তথা সমন্বিত বীমা খরচ ৬৩ শতাংশ হ্রাস করা হয়েছে।
১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন এই নির্দেশনা মোতাবেক, বীমা খরচ ২৩৫ সৌদি রিয়াল থেকে কমেছে ৮৭ সৌদি রিয়ালে। খবর সৌদি গেজেটের।
সৌদি আরবের বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীদের জন্যই মূলত এই বীমা পলিসি।
বিভিন্ন জরুরী অবস্থা যেমন চিকিৎসা, হাসপাতালে ভর্তি, গর্ভাবস্থা, জরুরী প্রসব, জরুরী ডেন্টাল কেস, ট্রাফিক দুর্ঘটনায় আঘাত, ডায়ালাইসিস এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক মেডিকেল ইভাকুয়েশন কাভার করে এই বীমা।
এছাড়াও দুর্ঘটনাজনিত স্থায়ী অক্ষমতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর ঘটনা, মৃত ব্যক্তির দেহ তার নিজ দেশে পাঠানোর মতো কেসগুলোও এই বীমা কাভার করে থাকে।
ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়ার ক্ষতিপূরণও বীমাটির অন্তর্ভুক্ত।
মন্ত্রণালয় বলেছে, এই বীমা কাভারেজের সময়কাল সৌদিতে প্রবেশের দিন থেকে ৯০ দিন পর্যন্ত এবং তা শুধুমাত্র দেশটির মধ্যেই কার্যকর।
ওমরাহ পালনকারীরা বীমা পলিসি দেখতে, বৈধতা যাচাই করতে এবং সার্ভিস প্রোভাইডারদের ব্যাপারে জানতে কম্প্রেহেন্সিভ ইনস্যুরেন্স প্রোগ্রামের ওয়েবসাইটে যেতে পারেন।