সাভারে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস
ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) সাভারের রাজাশন এলাকার সুইস কোয়ালিটি পেপার (বিডি) লিমিটেড নামে একটি পেপার কারখানায় অভিযান চালিয়ে কারখানাটিতে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি.-এর ভিজিলেন্স বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। এসময় একই বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, তিতাস গ্যাস সাভার জোনাল কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমসহ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি.-এর ভিজিলেন্স বিভাগ ও স্থানীয় জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং .-এর ভিজিলেন্স বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আশরাফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সুইস কোয়ালিটি পেপার (বিডি) লিমিটেডের পাশেই থাকা একই মালিকের অন্য প্রতিষ্ঠান মারহাবা সিনথেটিক মিলস লি.-এ তিতাস গ্যাসের বৈধ সংযোগ রয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠানটিতে গ্যাস সংযোগের জন্যেও কর্তৃপক্ষ আবেদন করেছে যা প্রক্রিয়াধীন।
'কিন্তু বৈধ গ্যাস সংযোগ পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি বাইপাস করে অবৈধভাবে কারখানায় গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর আজ সকাল থেকে আমরা অভিযান শুরু করেছি কারখানাটির এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। সংযোগ বিচ্ছিন্ন শেষে স্থানীয় জোনাল অফিস অবৈধভাবে এখানে কী পরিমাণ গ্যাস ব্যবহার করা হয়েছে সেটি অ্যাসেস করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে,' তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, 'ধারণা করছি পাশের যে কারখানাটিতে (মারহাবা সিনথেটিক মিলস লিমিটেড) আমাদের বৈধ গ্যাস সংযোগ রয়েছে, সেটির মিটারকে বাইপাস করে এই লাইন নিয়ে তারা গ্যাস ব্যবহার করেছে। আমরা এখনো এখানে কাজ করছি, কাজ শেষে বিষয়টি নিশ্চিত হতে পারব।'
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।