চট্টগ্রাম-দুবাই রুটে জাহাজ চলাচল চালু
চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জেবল আলী বন্দরে শুরু হয়েছে রপ্তানি পণ্য পরিবহন। ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি 'সিএমএ-সিজিএম' চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে জেবেল আলী বন্দরে এই কনটেইনার জাহাজ সার্ভিস চালু করেছে।
এই সার্ভিসের আওতায় প্রথম জাহাজ 'হং এন' গত ৭ মে কলম্বো বন্দরের উদ্দেশে ছেড়ে গেছে। ১১ মে কলম্বো বন্দরে পৌঁছানোর পর সেখানে কিছু পণ্য লোড-আনলোড করবে। এরপর জাহাজটি ভারতের মুন্দ্রা বন্দর হয়ে চলে যাবে দুবাইয়ের জেবল আলী বন্দরে।
নতুন এই সার্ভিস চালু হওয়ার ফলে চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য ১৫ দিনে জেবেল আলী বন্দরে পৌঁছাতে পারবে। আবার সেখান থেকে ১০ দিনে চট্টগ্রামে আনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ১০ থেকে ১৫ দিন সময় কম লাগবে।
আরব আমিরাতে পণ্য রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে সবজি এবং মৎস্যজাতীয় পণ্য রপ্তানি হয়। পাশাপাশি পোশাক খাতের বিভিন্ন কাঁচামালও আমদানি করা হয় মধ্যপ্রাচ্য থেকে।
জেবল আলী বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কেলাং, তানজুম পেলিপাস বন্দর হয়ে চট্টগ্রামে পণ্য পাঠাতে ৩০-৩৫ দিন সময় লাগত। আর ট্রান্সশিপমেন্ট বন্দরে জট থাকলে সময় আরো বেশি লাগতো। কিন্তু এখন থেকে আমদানির ক্ষেত্রে ১০-১৫ দিন সাশ্রয় হবে। এতে ভোগান্তি কমে আসবে।
বাংলাদেশ-ভারত গালফ এক্সপ্রেস
সিএমএ-সিজিএম গ্রুপ জাহাজ পরিষেবাটির নাম দিয়েছে 'বাংলাদেশ ইন্ডিয়া গালফ এক্সপ্রেস (বিআইজিইএক্স)'।
এর দ্রুতগামী ট্রানজিটের বৈশিষ্ট্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে মাত্র ১৪ ও ১৫ দিনের মধ্যে রপ্তানি পণ্য জেবেল আলী এবং আবুধাবিতে পৌঁছাবে।
এছাড়াও বিআইজিইএক্স- এর মাধ্যমে ভারতের নাভা শেভা এবং মুন্দ্রা বন্দরে মাত্র ৮ ও ১০ দিনের মাথায় বাংলাদেশি চালান পৌঁছাবে।
সিএমএ-সিজিএম সূত্র বলছে, নতুন পরিষেবাটি এশিয়ার মূল বন্দরগুলো ছাড়িয়ে উপসাগরীয় এবং ভারতীয় পশ্চিম উপকূলীয় বন্দরগুলোতেও চট্টগ্রামের কানেকটিভিটি বাড়াতে প্রস্তুত।
চট্টগ্রাম থেকে পর্তুগাল, স্লোভেনিয়া, ইতালি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়া, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হয়। এর আগে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে পণ্য পরিবহন হতো। তবে সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে ইতালি, ইংল্যান্ড, রটারডেম, ডেনমার্ক, পর্তুগালের বন্দরে সরাসরি কন্টেনার জাহাজ চলাচল করছে। এসব রুটে সরাসরি পণ্যবাহী জাহাজ চালুর সুফল পাচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। এবার কাতারে যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত।
আরো কয়েকটি দেশে সরাসরি পণ্য পরিবহন চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক। তিনি বলেন, কোন শিপিং কোম্পানি সরাসরি পণ্য পরিবহন করতে চাইলে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে।